
#মালবাজার: একে র পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে মাল ব্লকের ওদলাবাড়ি এলাকায়। এত চুরির পরও, চুরির কিনারা করতে পারছিলো না পুলিশ, বলে অভিযোগ স্থানীয়দের। আর অবশেষে দক্ষিন ওদলাবাড়ি চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর। তার চলে গনপিটুনি। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোরকে। উদ্ধার হয়েছে কাসার বাসন পত্র।

দক্ষিন ওদলাবাড়ির বাসিন্দা আইজুল হক, রমেশ গিরিদের বক্তব্য অনুযায়ী জানাগেছে, গত কয়েকদিন যাবত একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছিল ওদলাবাড়ি এলাকায়। এত চুরির পরও চোরকে ধরা যাচ্ছিলো না। তবে সোমবার দুপুরের পর অমর ছেত্রীর নামের এক বাসিন্দার তালা বন্ধ বাড়িতে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে চোর। অমর ছেত্রীর বাড়িতে চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় চোর। এরপর স্থানিয় মানুষ জন চোরকে ধরে হাত-পা বেধে গনধোলাই দেয়।

এরপর মালবাজার পুলিশের হাতে তুলে দেয়। স্থানিয়দের দাবি এই চোর কখনো বলছে তার বাড়ি শিলিগুড়ি আবার কখনো বলছে ওদলাবাড়ি হিন্দি স্কুল। আসলে এরা বিভিন্ন ফেরিওয়ালা। ফেরিওয়ালা সেজে বিভিন্ন বাড়িতে চুরি করে। চোরের কাছ থেকে কাসারবাসন পত্র নতুন জামাকাপড় উদ্ধার হয়। পুলিশ চোরকে জেরা করে আরও তথ্য জানতে তৎপর হয়েছে।






