
#মালবাজার: ভেজাল ও সাবসিডি ওষুধের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হল মালবাজারের ঔষধ ব্যবসায়ীরা। রবিবার সকালে মালবাজার শহরের বিভিন্ন ঔষধ দোকানের দোকানিরা বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্লোগান দিয়ে মিছিল করে ভেজাল ও সাবসিডি দিয়ে ওষুধ বিক্রির বিরুদ্ধে সোচ্চার হয়। রীতিমতো ট্যাবল সাজিয়ে প্রচার পত্র বিলি করে মানুষকে সচেতন করেন। ভেজাল ওষুধ এবং কম দামি ওষুধ মানুষের শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় এনিয়ে মানুষের মধ্যে সচেতন করা হয়।

মালবাজার বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সেন বলেন, আজ রাজ্য জুড়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষের মধ্যে এই বার্তা দিতে চাই যে জীবন অমুল্য। ভেজাল ওষুধ সেবন করে নিজের ক্ষতি করবেন না। ওষুধ কেনার সময় অবশ্য ভাবে ব্যাচ নম্বর দেখে উপযুক্ত মুল্য দিয়ে ওষুধ কিনুক। কমদামি ওষুধ কিনে জীবনের ঝুকি বাড়াবেন না।







