Explore

Search

April 11, 2025 1:17 am

IAS Coaching

যৌথ সার্ভের বিঞ্জপ্তি জারি হতেই জমি উচ্ছেদের আশঙ্কায় রাস্তায় নামলো চেল বস্তিবাসী

#মালবাজার: জমির অধিকার নিয়ে রানীচেরা  চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চেল বস্তিবাসীর বিবাদ চলছে কয়েক বছর ধরে। সম্প্রতি উচ্চ আদালতে নির্দেশে মালবাজারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর শনিবার একটি যৌথ সার্ভের বিজ্ঞপ্তি চেল বস্তি এলাকায় জারি করে। এতেই উচ্ছেদের আশঙ্কায় চেল বস্তির বাসিন্দারা প্রতিবাদে রাস্তায় সামিল হয়।
বস্তির বাসিন্দারা জানান, আমরা কয়েক পুরুষ ধরে এখানে বসবাস করছি। পশুপালন ও কৃষিকাজ করে থাকি। এখন চা বাগান বলছে জমি তাদের। এর আগেও চা বাগান কর্তৃপক্ষ চা গাছ লাগাতে এসেছিল তখন আমরা বাধা দিয়েছি। আবার আজকে নোটিশ জারি করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই জমি আমাদের ছিল এবং থাকবে।
এ নিয়ে মালবাজারের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রীতি লামা জানান, আমাদের দপ্তর থেকে একটি যৌথ সার্ভে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ২৪ মার্চ চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে যৌথ সার্ভে হবে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত থাকবে সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এই বিষয়ে রানিচেরা চা বাগানের ম্যানেজার বলবিন্দার সিং বাজুয়া বলেন, চেল নদীর ধারে
ওই জমি দীর্ঘদিন যাবত রানীচেরা বাগান কর্তৃপক্ষের নামে রেকর্ড ভুক্ত আছে। তার সমস্ত নথিপত্র আমাদের হাতে রয়েছে। ওই জমি চা বাগানের ছিল এবং থাকা উচিত। চা শিল্পের প্রয়োজনে আবাদ সম্প্রসারণ দরকার। এজন্যে
ওই জমি চা বাগানের হাতেই থাকা উচিত। যদি কারো নথিপত্র থাকে তাহলে সে পাবে।
Advertisement
Live Cricket Score
upskillninja