
#মালবাজার: শনি বার সকালে ঝড় বৃষ্টির খানিক পরে অশ্বত্থ গাছ পড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ।দুইপাশে আটকে পড়ে বহু গাড়ি। প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকার পর গাছ কেটে পরিষ্কার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার রাতের থেকেই আকাশের মুখ ভার ছিল। শনিবার ভোরে আকাশ মেঘা দেখা গেছে। সকাল সাড়ে সাতটা নাগাদ আচকাই শুরু হয় বৃষ্টি। সেই সাথে প্রচন্ড শব্দে বাজ পড়তে থাকে। খানিক সময় শিলাবৃষ্টিও হয়। প্রায় সাড়ে নটা নাগাদ বৃষ্টি থেমে যায় আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করে। রাস্তাঘাটে মানুষের চলাচল স্বাভাবিক হয়।

এইরকম পরিবেশে সকাল ১১ টা নাগাদ হঠাৎ মালবাজার শহরে এক নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনি এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি সু প্রাচীন অশ্বত্থ হঠাৎ ভেঙে পড়ে রাস্তার উপর। রাস্তার এপার থেকে ওপার ছড়িয়ে পড়ে তার ডাল পালা। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। উত্তর ও দক্ষিণ দিকে প্রচুর গাড়ি বাস আটকা পড়ে যায়। উত্তর দিকে মাল কলেজ পর্যন্ত লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। দক্ষিণ দিকে মাল আদর্শ বিদ্যাভবন পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। তৈরি হয় যানজট। ঘটনাস্থলে পৌছায় মাল থানার পুলিশ।

পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসন গাছ কেটে সাফাই করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ বসু বলেন, গাছ পড়ে মানুষ বা যানবাহনের কোন ক্ষতি হয়নি। জানাগেছে, গাছটির প্রাচীনতার কারণে গাছের কান্ডের ভেতরে কঠোর তৈরি হয়েছিল। সম্ভবত এই কারণেই ভেঙে পড়েছে।






