#নিউজ ডেস্কঃ আগামী ৩ দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রচন্ড ঝড়ের পূর্বাভাস দিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌসম সেবা কেন্দ্র। বার্তায় বলা হয়েছে, আগামী ২২ থেকে ২৪শে মার্চ, উত্তরবঙ্গে মূলত মেঘলা আকাশ, এবং ২৫ ও ২৬শে মার্চ মূলত পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে। এই সময়কালে কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী ২২শে মার্চ হালকা বৃষ্টি, ২৩ ও ২৪শে মার্চ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তবে ২৫ ও ২৬শে মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তর দিনাজপুরে আগামী ২২ ও ২৪শে মার্চ হালকা বৃষ্টি, ২৩শে মার্চ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং ২৫ ও ২৬শে মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি, আলিপুরদুয়ারে আগামী ২২ থেকে ২৪শে মার্চ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং ২৫ ও ২৬শে মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়কালে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, আগামী ২২ থেকে ২৪শে মার্চ বজ্র বিদ্যুৎ সহ ঝড়, দমকা ঝড় এর সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার জেলায় ২৩শে মার্চ বিক্ষিপ্ত ভাবে ঝড় এর সাথে শিলা বৃষ্টির ও সম্ভাবনা আছে।
এমন ঝড়ের প্রভাবে গাছ ঢলে পড়তে পারে এবং নড়বড়ে ছাদ, মুরগির ঘর ও প্লাস্টিক এর ছাউনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কেটে নেওয়া ফসল বৃষ্টির জলে পচে নষ্ট হতে পারে। ফলে প্রয়োজনীয়
পরামর্শ হিসেবে বলা হয়েছে, ঝড় ও বজ্র বিদ্যুৎ এর সময় ও গাছ বা ইলেক্ট্রিক এর খুঁটির, নড়বরে ছাদ এর নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হছে। চাষীভাইদের জন্য পরামর্শ হিসেবে বলা হয়েছে, আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনার জন্য জমিতে সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে। বলা হয়েছে, পরিনত ফসল ও সবজি কেটে শুকনো জায়গায় মজুত করুণ।