Explore

Search

April 11, 2025 12:49 am

IAS Coaching

গার্লস স্কুলের দু-দিন ব্যাপী রজতজয়ন্তী উৎসবের সূচনা করলেন মন্ত্রী

#মালবাজার: ওদলাবাড়ি সুনিল দত্ত স্মৃতি গার্লস স্কুলের রজতজয়ন্তী বর্ষ চলছে। রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে কিছুদিন আগে অনুষ্ঠিত হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এছারা অন্যান্য অনুষ্ঠান এবং খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে। রজতজয়ন্তী বর্ষের শেষ লগ্নে দুদিন ব্যাপি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কতৃপক্ষ।
২১-২২ মার্চ স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা  ওদলাবাড়ি বিধান পল্লী ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে  সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার  অনুষ্ঠানের শুরুর দিন   প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদবোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক। উপস্থিত ছিলেন মাল মহকুমা শাসক শুভম কুন্দল, ওদলাবাড়ি হাসপাতালের সিনিয়র চিকিৎসক দীপক রঞ্জন দাস, সুনিল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর সহ অন্যান্যরা।
 অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী বুলু চিকবড়াইকে আদিবাসী নৃত্যের মাধ্যমে বরন করে নেওয়া হয়। মন্ত্রী বলেন, খুব ভালো উদ্যোগ স্কুল কতৃপক্ষের। ওদলাবাড়ির এই স্কুল আগামীতে আরও বড় হোক এটাই চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী বিনা মুল্যে স্কুল ইউনিফর্ম, বই, সাইকেল দিয়েছে। দিয়েছে কন্যাশ্রী। আগামী দিনে ছাত্রছাত্রীদের আরো অনেক সুবিধা দেবে।
সুনিল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর বলেন, গোটা বছর ধরেই আমরা রজতজয়ন্তী পালন করে আসছি। তার মধ্যে শুক্র এবং শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি স্কুলের ছাত্রীরাও নানা অনুষ্ঠান করবে এই দুদিন। শুক্রবার সন্ধ্যায় জি বাংলা খ্যাত অন্নেষা দত্ত সংগীত পরিবেশন করবেন ওদলাবাড়ি বিধান পল্লী মঞ্চে এবং শনিবার কলকাতার দোহার ব্যান্ড সঙ্গিত পরিবেশন করবে। স্কুলের এই অনুষ্ঠানে বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে  দিয়েছেন বলে তাদের ধন্যবাদ জানান প্রধান শিক্ষিকা।
Advertisement
Live Cricket Score
upskillninja