Explore

Search

April 11, 2025 1:48 am

IAS Coaching

মিড-ডে মিলের রান্নাঘর ও খাদ্য নমুনা পর্যবেক্ষণ করলেন খাদ্য সুরক্ষা আধিকারিক

#মালবাজার: বৃহস্পতিবার দুপুরে মাল পৌর এলাকার তিনটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের ব্যবস্থা পরিদর্শনে যান ভারত সরকারের খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিক অমিত হিমাংশু মিঞ্জ। নিয়ম মেনে মাল অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়ে মাল মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে পরিদর্শন শুরু করেন। পরিদর্শনে প্রাথমিক ভাবে খাবার তৈরির পদ্ধতি, পরিবেশ খতিয়ে দেখেন আধিকারিক। সেই সাথে এদিনের খাবারের বিভিন্ন পদের নমুনা সংগ্রহ করেন তিনি। মিশন প্রাথমিক নামের এক স্কুলের  রান্নাঘরে বিদ্যুৎ সংযোগ না থাকায় একপ্রকার স্যাঁতসেঁতে পরিবেশ লক্ষ্য করা গেছে।
মাল আদর্শ বিদ্যাভবনের প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনে গিয়ে বেশ সন্তোষ প্রকাশ করলেন খাদ্য সুরক্ষা আধিকারিক। সেখানেও রান্না ঘর থেকে কন্টেনারে করে খাবারের নমুনা সংগ্রহ করে হয়। পরবর্তীতে মাল সুভাষিনী প্রাথমিক বিদ্যালয়ে  গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করেছেন আধিকারিক। যদিও সুভাষিনীর মিড ডে মিলের রান্না ঘরের অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় খাদ্য সুরক্ষা আধিকারিক। রান্না ঘরের দেওয়ালের সিমেন্ট খসে পড়ছে। আয়তনে অন্যান্য বিদ্যালয়ের রান্না ঘরের তুলনায় বেশ ছোটো। যে বারান্দায় বসে পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় সেই স্থানটি ছোট থাকায় দুবারে খেতে বসে ছাত্রীরা।
ছাত্রীর সংখ্যা সেখানে ১২২। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিনী মোহন রায় বলেন, বেশ কিছু সমস্যা আছে, সেগুলো মেরামত করা খুবই জরুরী, তবে পর্যাপ্ত ফান্ড না থাকায় সেই কাজ করানো যাচ্ছে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার সমস্ত ব্লক ও শহরে এই খাবারের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। এদিন মালবাজার শহরের প্রাথমিক বিদ্যালয় থেকে খাবারের নমুনা সংগ্রহের কাজ হলো। শহরের ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র তিনটি বিদ্যালয়ের নমুনা সংগ্রহ করলেন খাদ্য সুরক্ষা আধিকারিক।
এদিনের সংগ্রহ করা নমুনা শিলিগুড়ির রিজিওনাল ফুড টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই পরীক্ষার রিপোর্ট আসতে সময় লাগবে অন্তত এক মাস। ফুড সেফটি অফিসার অমিত হিমাংশু মিঞ্জ বলেন, প্রতি বিদ্যালয়ের খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে এলে সেটা জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। জানাগেছে, মিড-ডে মিলের গুনগত মান যাচাই করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja