Explore

Search

April 11, 2025 12:47 am

IAS Coaching

সদ্যোজাত ছাগলের কপালে দুটো চোখ বিরল ঘটনা দেখতে মানুষের ভীড়

#মালবাজার: কথায় বলে “বিশ্ময়ে চোখ নাকি কপালে ওঠে” বাস্তবে না ঘটলেও অবাক করা দৃশ্য দেখা গেল এক সদ্যোজাত ছাগলের ক্ষেত্রে। জানাগেছে, সদ্যোজাত  ছাগলছানা কপালে তার দুটো চোখ এবং জিভটা অনেকটা লম্বা নিয়ে জন্ম নিয়েছে। আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা  দেখতে। বিরল এই ঘটনা ঘটেছে  মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে পূর্বধলাবাড়ির বাসিন্দা ফুজলুল  হকের বাড়িতে।
তার পোষ্য ছাগল বাচ্চা দিয়েছে তবে সে বাচ্চাটি একেবারেই ভিন্নরকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুখটা। সাধারণত ছাগলের দু- পাশে চোখ থাকে এই ছাগলের কপালের মাঝে এক সাথে পাশাপাশি দুটি চোখ। এরকম ছাগলছানার জন্ম নেওয়ার ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে।
প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান এর আগে কোনদিন আমরা আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি এবার এই প্রথমবার দেখছি যে ছাগলছানাটির কপালে দুটো চোখ রয়েছে এখনো ছাগলছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে।
Advertisement
Live Cricket Score
upskillninja