
#মালবাজার: মালবাজার শহরের অত্যন্ত জনপ্রিয় সৎকার সমিতি প্রিমিয়ার লিগের (এসএসপিএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বুধবার রেলওয়ে ময়দানে। জমজমাট উদ্বোধনী এবং খেলা দেখলেন ক্রীড়া প্রেমীরা। ফাইনালে উপস্থিত ছিলেন মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ সহ বিশিষ্টজনেরা। জমজমাট ফাইনাল ম্যাচে পরস্পর মুখোমুখি হয় রিভেঞ্জার্স একাদশ ও ডিয়ার ইলেভেন। প্রথমে ব্যাট করে রিভেঞ্জার্স ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রান তোলে।

পরবর্তীতে ব্যাটিং করে ডিয়ার ইলেভেন ৯ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে, দ্বিতীয় বর্ষ এস এস পি এল বিজয়ী হয়। প্লেয়ার অফ দি ম্যাচ হন ডিয়ার ইলেভেনের খেলোয়াড় লোকেশ চৌহান। ক্লাবের সেক্রেটারি সুপ্রতিম সরকার বলেন, ‘সাধারণ মানুষের এবং খেলা প্রেমীদের উৎসাহ দেখে আমরা আবেগপ্রবণ হয়ে উঠেছি,আগামী দিনে খেলার প্রতিভা অন্বেষণেও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব’।

গত ২৬ শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই লীগের আজ সমাপ্তি তথা ফাইনাল ম্যাচ ছিল।দশটি দল অংশ নিয়েছিল।এদিনের অনুষ্ঠানের মূল চমক ছিল জিমন্যাস্টিকস স্টান্ট। দশটি খেলা মন টেনেছে ক্রীড়া প্রেমীদের সঙ্গে টেনিস ক্রিকেটে ভারতের প্রতিভাদের চাক্ষুষ খেলা দেখতে পেয়ে আপ্লুত শহর মালবাজার।






