Explore

Search

April 11, 2025 1:08 am

IAS Coaching

বিজেপির হিন্দুত্ব ইস্যুকে আক্রমণ করে রায়গঞ্জ শহর জুড়ে পোস্টার তৃণমূলের

#রায়গঞ্জ: বিজেপির বিরুদ্ধে আক্রমণে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় বিজেপি হিন্দুত্বের বিরুদ্ধে পোষ্টার দিল তৃণমূল কংগ্রেসের আই টি সেল। বিজেপি এই পোষ্টারকে আমল দিতে রাজী নন। উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল হিন্দুত্ব ইস্যুকে সামনে এনেছে।রাজ্যের বিভিন্ন জায়গায় “হিন্দু হিন্দু ভাই ভাই” বলে পোষ্টার দিয়েছে।

বিজেপি হিন্দুত্ব ইস্যুকে সামনে আনায় বেশ খানিকটা চাপে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি এই ইস্যুকে সামনে এনে বাড়তি সুবিধা না পায় তারজন্য পাল্টা আক্রমণ শুরু করেছে তৃণমূল। মঙ্গলবার রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের আই টি সেলের নাম দিয়ে বেশ কিছু পোষ্টার দেওয়া হয়। পোষ্টারে লেখা হয়েছে “হিন্দু হিন্দু ভাই গ্যাসের ছাড় নাই”। শাসক দল তৃণমূল কংগ্রেসের এই পোষ্টারকে আমল দিতে নারাজ বিজেপি।

Advertisement
Live Cricket Score
upskillninja