Explore

Search

April 20, 2025 12:16 am

IAS Coaching

ভরসন্ধ্যায় মদ্যপদের তাণ্ডব রায়গঞ্জ শহরে, আক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

#রায়গঞ্জ: ভরসন্ধ্যায় রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহোনবাটিতে এক মদের দোকানে তান্ডব ও লুঠপাঠ চালায় একদল মদ্যপ যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সংবাদ মাধ্যমের কর্মীও আক্রান্ত হন। ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী, যারা দ্রুত বেশ কয়েকজন যুবককে আটক করে।

স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের অভিযোগ, ওই যুবকরা মদ কিনতে এসেছিল। তাদের প্রত্যেকের মুখে আবির ও রঙ লাগানো ছিল। মদ দিতে কিছুটা দেরি হওয়ায় তারা দোকানে তান্ডব শুরু করে। এ সময় তারা দোকানের প্রচুর মদের বোতল ভেঙে ফেলে এবং দামি দামি মদের বোতল লুঠ করে নিয়ে যায়।

দোকানের কর্মচারীদের মতে, যুবকদের আচরণ ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল। তারা দোকানের সম্পত্তি নষ্ট করার পাশাপাশি কর্মচারীদের উপর হুমকি দেয়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা জানান, এমন ঘটনা আগে কখনও দেখেননি এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ঘটনার ছবি ও ভিডিও করতে গিয়ে একাধিক সংবাদ মাধ্যমের কর্মীও আক্রান্ত হন। ওই যুবকরা সংবাদকর্মীদের উপর হামলা চালায় এবং তাদের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja