
#মালবাজার: দো লের তৃতীয় দিনে কাদাখেলায় মেতে উঠলো ডুয়ার্সের নানা এলাকা। উৎসব মুখর আমাদের এই দেশে প্রাচীনকাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব পালিত হয়ে আসছে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলার দোল উৎসব।স্থান কাল পাত্র ভেদে এই দোল উৎসব নানান মাত্রা পেয়েছে। কোথাও শুধু পূর্ণিমার দিন আবির খেলার মাধ্যমে দোল উৎসব পালিত হয়।

আবার কোথাও পূর্ণিমার পর দিন জলরং সহ বিভিন্ন রঙের খেলা হয়। তৃতীয় দিনে হয় কাদা খেলা অর্থাৎ বাড়ির আশেপাশে পুকুর কিংবা কোন জলা জায়গা থেকে কাদা নিয়ে খেলা হয়। আবার কোথাও কর্দমাক্ত জমিতেই কচিকাঁচা থেকে বয়স্করাও খেলায় মেতে ওঠে। বিকাল হতেই শরীরের কাঁদা পরিষ্কার করে স্নান সেরে
বাড়িতে ফেরে।

ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গায় এইরকম ভাবে দোল উৎসব উপলক্ষে কাদা খেলা হয়ে থাকে।
রবিবার দোলের তৃতীয় দিনে মেটেলি ব্লকের বড়দীঘি চা বাগান, ছায়া ফেলি বস্তি সহ কয়েকটি এলাকায় এইরকম ভাবে কাদা খেলতে দেখা গেল। মূলত কিশোর কিশোরী, কচিকাচা ও যুবকদের এই খেলায় অংশ নিতে দেখা গেল। প্রত্যেকের মুখে অনাবিল হাসি। এইরকম ভাবে মাল ব্লকের বেশ কয়েকটি জায়গায় রবিবার কাদা খেলতে দেখা যায়।






