Explore

Search

April 20, 2025 5:43 am

IAS Coaching

দেড় দিন চা বাগানে দাপিয়ে মৃত্যু ঘটলো এক পূর্ণ বয়স্ক পুরুষ বাইসনের

#মালবাজার: প্রায় দেড় দিন চা বাগানে দাপিয়ে বেরিয়ে মৃত্যু ঘটলো এক পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চাবাগানে। স্থানীয় শ্রমিকদের ও বনকর্মীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাশের ডায়না জঙ্গল থেকে তিনটি বাইসান চা বাগানে চলে আসে। চা বাগান এলাকায় দাপাদাপি শুরু করে। শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বন্ধ হয়ে যায় চা বাগানের স্বাভাবিক কাজ। সন্ধ্যা নাগাদ দুটি বাইসন আবার জঙ্গলে ফিরে গেলেও একটি বাইসন চা বাগানে থেকে যায়।
বুধবার সকাল থেকে তার দাপাদাপি শুরু হয়। অবশেষে দুপুর ১টা নাগাদ চা বাগানের এইচ ১ এবং এইচ ২ নম্বর সেকসন আবাদি এলাকায় মাঝে বাইসনটির মৃত্যু হয়। পরে চাবাগানের শ্রমিকরা সেটিকে তুলে আনে। পরে বনকর্মীরা বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায়। গত দেড় দিন বাইসন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যায় বনবিভাগের ডায়না রেঞ্জ ও বন্যপ্রান শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা।
Advertisement
Live Cricket Score
upskillninja