#ইটাহারঃ বিশ্ব উপভোক্তা দিবসের জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান উদযাপন করা হলো ইটাহারের কুলাতরে। পতিরাজপুর ধোকরা তন্তুবায় সমবায় সমিতির সদস্যদের নিয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহ-অধিকর্তা প্রবীর অধিকারী, ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, ইটাহার সমষ্টির জয়েন্ট বিডিও সহ দফতরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম ও অপূর্ব বৈরাগী।
পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার নিয়ে আলোচনা হয়। দিনের তাৎপর্য বিশ্লেষণ করেন সহ-অধিকর্তা প্রবীর অধিকারী। ঔষধ ও ভ্যাকসিনে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবার পরামর্শ দেন তিনি। গ্যাস সিলিন্ডারের ওজন সহ অন্যান্য দ্রব্য ব্যবহারের সময় কী কী সতর্কতার প্রয়োজন তা নিয়েও আলোচনা করা হয়।ইটাহারের শ্যামাপল্লী বিসর্গ সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন তন্তুবায় শিল্পী উপস্থিত ছিলেন। উপস্থিত শিল্পীদের শিল্পী সম্মান প্রদান করা হয়।