Explore

Search

April 20, 2025 5:43 am

IAS Coaching

সারা উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের সতর্ক বার্তা আবহাওয়া অফিসের

#নিউজ বৃত্তান্তঃ এই সপ্তাহে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল ভারত আবহাওয়া দপ্তর। এই পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ১৬ই মার্চ উত্তরবঙ্গে মূলতঃ পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে। এই সময় কোচবিহারে আগামী ১২, ১৪ ও ১৫ই মার্চ বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ১৩ মার্চ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ১৬ মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৫ দিন বিক্ষিপ্ত ভাবে ঝড় হাওয়ার সম্ভাবনা আছে।

জলপাইগুড়িতে আগামী ১২, ১৪ ও ১৫ই মার্চ বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ১৩ মার্চ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ১৬ মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই।উত্তর দিনাজপুরে আগামী ১৩ই মার্চ বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং ১২, ১৪, ১৫ ও ১৬ই মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ দিন বাতাসের গতিবেগ বেশী থাকার সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারে আগামী ১২, ১৫ ও ১৬ই মার্চ বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, ১৩ ও ১৪ই মার্চ মাঝারি বৃষ্টি আছে।

চাষীভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে, আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা ও বাতাসের গতিবেগ বেশী থাকার সম্ভাবনার জন্য আগামী ৫ দিন জমিতে সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিনত ফসল ও সবজি কেটে শুকনো জায়গায় মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja