
#মালবাজার: প্রায় ২৫ কেজি ওজনে পিতলের গণেশ মূর্তি চুরি হয়েছিল প্রায় মাস খানেক আগে। সেই মূর্তি উদ্ধার করে আবার মন্দির কমিটির হাতে তুলে দিলো মাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের তিস্তা পারের এলেনবাড়ি চা বাগানের গৌরী লাইন শ্রমিক মহল্লার মন্দিরে। জানাগেছে, ৩ ফেব্রুয়ারি ওই মন্দির থেকে সুবিশাল গনেশ মূর্তিটি মন্দিরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোরের দল। যথারীতি মন্দির কমিটির পক্ষ থেকে মাল থানায় লিখিত এজাহার করা হয়।

অভিযোগ হতেই তদন্তে নামে পুলিশ। অতি অল্প দিনের মধ্যে চুরি যাওয়া মূর্তি উদ্ধার হয় এবং মন্দির কমিটির প্রতিনিধিদের ডেকে যাচাই করে নেওয়া হয়। তারপর আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সেই মূর্তি তুলে দেওয়া হয় মন্দির কমিটির লোকজনের হাতে। সেখানে উপস্থিত ছিলেন মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা। মন্দির কমিটির পক্ষে শেখর ছেত্রী বলেন, এটা অত্যন্ত খুশির খবর পুলিশ দ্রুত মূর্তি উদ্ধার করেছে এবং আমাদের হাতে সমর্পণ করেছে।







