
#মালবাজার: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের নয়নজুলিতে উল্টে পড়ল এক ট্যাক্টার। তাতেই চাপা পড়ে মৃত্যু ঘটলো ট্যক্টার চালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে চালসা থেকে নাগরাকাটা গামী জাতীয় সড়কে। মৃত চালকের নাম শ্রীনাথ ওঁরাও(২২)। তার বাড়ি নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পিচ গলানোর একটি বয়লার মেশিনকে ট্যাক্টার দিয়ে টেনে চালসা থেকে নাগরাকাটা অভিমুখে যাচ্ছিল ট্যাক্টার চালক শ্রীনাথ ওঁরাও। ওই ট্যাক্টারে আরও দুই জন ছিল। পথে পানঝোড়া এলাকায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে পড়ে রাস্তার পাশের নয়নজলিতে। তাতেই চাপা পড়ে চালক সহ আরও দুই জন।

খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ, দমকল সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ ট্যাক্টার সরিয়ে চালকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। অন্য দুইজন জখম হয়। তাদের চিকিৎসা চলছে। পুলিশ বয়লার মেসিন সহ ট্যাক্টারটি আটক করেছে।






