
#মালবাজার: আবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রাহুল টোপ্পো। বাড়ি ক্রান্তি ব্লকের কৈলাশ পুর চাবাগান এলাকায়।দুর্ঘটনাটি ঘটে সোমবার রাতে মাল ব্লকের ওদলাবাড়ি ঘীস বস্তি এলাকায় জাতীয় সড়কের উপর। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার দুপুরে স্কুল ফেরত এক একাদশ শ্রেণির ছাত্র চলন্ত যাত্রীবাহী ম্যাজিক ভ্যানের উপর থেকে পড়ে মারা যায়।

স্থানিয় সুত্রে জানা গেছে, সোমবার রাতে রাহুল টোপ্পো বাইকে করে বাগ্রাকোট এর দিক থেকে জাতীয় সরক ধরে কৈলাশপুরে বাড়ির অভিমুখে যাচ্ছিলো। সেই সময় ঘীস বস্তি এলাকার একটি গলি থেকে জেসিপি জাতীয় সড়কে উঠছিলো। সেই সময় ওই বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় জেসিপির। দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক রাহুল টোপ্পো। স্থানিয় যুবকেরাই আহত রাহুল কে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার পুলিশ এবং মৃত বাড়ির লোকজন। ঘটনা স্থল থেকে বাইকটি উদ্ধার করলেও, জেসিপির খোজ পায়নি পুলিশ। জানা গেছে মৃত রাহুল টোপ্পো, একজন জেসিপি গাড়ির অপারেটর। গতকাল সে ছুটি নিয়ে কোন কাজে বাইক নিয়ে বাগ্রাকোট এর কাছাকাছি কোন একজায়গায় এসেছিলো। রাতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ মঙ্গলবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে মাল পুলিশ।






