Explore

Search

April 20, 2025 5:47 am

IAS Coaching

অঞ্চল কমিটির মাথার উপর আহ্বায়ক বসালো তৃণমূল

#মালবাজার: অঞ্চল কমিটির সঙ্গে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ নেই ব্লক কমিটি নেতৃত্বের। সামনে বিধানসভা নির্বাচন তাই সংগঠনকে সক্রিয় রাখতে ওদলাবাড়ি  অঞ্চল কমিটির মাথার উপর আহ্বায়ক বসালো ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ নিয়ে মঙ্গলবার সকাল দশটায় ডামডিম তৃণমূল কংগ্রেস কার্যালয় সাংবাদিক সম্মেলন করেন মাল ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীল কুমার প্রসাদ।
সেখানে উপস্থিত ছিলেন ব্লকের চারটি  অঞ্চলের সভাপতি ও দলীয় কর্মীরা। সেখানে ব্লক সভাপতি শ্রী প্রসাদ বলেন, মাল ব্লকে ছয়টি অঞ্চল রয়েছে। পাঁচটি অঞ্চল কমিটি এবং তাদের সভাপতিরা নিয়মিত ব্লক কমিটির সঙ্গে যোগাযোগ রাখেন। কিন্তু, ওদলাবাড়ি অঞ্চল কমিটির সঙ্গে দীর্ঘদিন যাবৎ কোন যোগাযোগ নেই। সম্প্রতি ওরা ভোটার লিস্ট পাইনি বলে অভিযোগ করেছে। ওরা যোগাযোগ না রাখলে কিভাবে সবকিছু করা সম্ভব। এইরকম পরিবেশে পাঁচটি অঞ্চলের সভাপতিরা এবং ব্লক নেতৃত্ব সিদ্ধান্ত নয় যে ওদলাবাড়ি এলাকায় সবার সঙ্গে সমন্বয় করে চলার মত একদম লোক দরকার।
সেজন্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আনন্দ মুন্ডা নামের এক সক্রিয় কর্মীকে আহ্বায়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। আনন্দ মুন্ডা ওদলাবাড়ি অঞ্চলের মানাবাড়ি চাবাগানের বাসিন্দা। আনন্দ মুন্ডা বলেন,আমি সবার সঙ্গে যোগাযোগ করে সমন্বয় সৃষ্টি করে কাজ করব। আশা করছি সবাই আমাকে সহযোগিতা করবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja