Explore

Search

April 20, 2025 7:49 am

IAS Coaching

রোগীর পরিজনের সঙ্গে অশালীন আচরণের দায়ে গ্রেপ্তার হাসপাতালের অস্থায়ী কর্মী

#মালবাজার: রাতে রোগীর পরিজনের সঙ্গে অশালীন আচরণের দায়ে গ্রেপ্তার হলো মাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মী।লিফট চালক ওই কর্মীর নাম ঋষভ দাস। বাড়ি মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডে। জানাগেছে, রবিবার রাতে ওই কর্মী হাসপাতালে কর্মরত ছিল। সেই সময় হাসপাতালে ভর্তি থাকা এক রোগী তিনজন মহিলা পরিজনের সঙ্গে ওই লিফট চালক অশালীন আচরণ করে বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই মহিলাদের একজন মাল থানায় অভিযোগ জানান। এরপরই রাতেই ওই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার মাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আসেন মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকড়া। তার সঙ্গে ছিলেন চন্দন লোহারা সহ কয়েকজন। ক্ষোভ ব্যক্ত  করে রাজেশ বাবু বলেন, এইরকম হাসপাতাল চত্বরে এক মহিলার উপরে অত্যাচারের ঘটনায় গোটা দেশ নড়ে উঠেছিল। এইরকম এক ঘটনা মাল হাসপাতালে হতে যাচ্ছিল।
ভাগ্য ভালো ওই মেয়েটির সঙ্গে আরো দুজন ছিল তাই রক্ষা পেয়েছে। ওই মেয়েটি গত সাত দিন ধরে এক রোগীর অ্যাটেনডেন্স হিসেবে হাসপাতাল চত্বরে ছিল। তার প্রতি যে কথা দিন আচরণ হয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই কর্মীকে সোমবার আদালতে তোলা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই কর্মী যে সংস্থার অধীনে কাজ করতো সেই সংস্থা ইতিমধ্যেই তাকে বরখাস্ত করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja