Explore

Search

April 20, 2025 7:47 am

IAS Coaching

জেলা ২০টি নতুন স্কুলে ক্রেতা সুরক্ষা ক্লাব

#রায়গঞ্জঃ জেলা উপভোক্তা বিষয়ক দপ্তর এবং সেন্ট জন্স এ্যাম্বুলেন্সের সহযোগিতায় শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার একদম প্রান্তিক জনপদের উপভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যে পাঞ্জিপাড়া ইলাহি বক্স হাইস্কুলে আয়োজিত হল একটি উপভোক্তা সচেতনতামূলক কর্মশালা। মূলতঃ ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন উপভোক্তা বিষয়ক ও নায্য বানিজ্য অনুশীলন অধিকার দফতরের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়।

দপ্তরের আধিকারিক সুপ্রতীক সোম বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় ১৯৮৬ সনে এই আইন চালু হয়েছিল। বর্তমানে জেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে কনজিউমার ক্লাব চলছে। নতুন আরও কুড়িটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এই পর্যায়ে বেছে নেওয়া হয়েছে। তাঁর কথায়, ওষুধ থেকে শুরু করে সব কিছু কেনার সময় কী কী সতর্কতা নেওয়া উচিত, সিমেন্ট, লোহার রড, বেবি ফুড, টিন, হেলমেট কেনার সময় ISI মার্ক দেখে কেনার পরামর্শ দিলেন দফতরের উপভোক্তা কল্যাণ আধিকারিক।

কী করে গ্যাসের সিলিন্ডারের ওজন মাপা হয়, সোনার গহনা কেনার সময় কী কী সতর্কতার প্রয়োজন তা নিয়ে আলোচনা ছাত্র-ছাত্রীদের কৌতুহল বাড়িয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষা দফতর। ছাত্র-ছাত্রীদের সচেতন উদ্দেশ্যে সবশেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শেষে দফতরের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja