
#মালবাজার: শনিবার আন্তর্জাতিক নারী দিবস, নারী দিবসের প্রাক্কালে চালসা গোলাই সহ গোটা মেটেলি ব্লকের বিভিন্ন প্রান্তে আফাই অভিযানে নামলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নেতৃত্বে ছিলেন মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্যরা। এদিন বিকাল ৩টা নাগাদ ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চালসা গোলাই এলাকায় সমবেত হয়। চালসা গোলাই মুলত ডুয়ার্সের অন্যতম ব্যাস্ত বানিজ্য কেন্দ্র ও যোগাযোগের পয়েন্ট।

মহিলারা প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়ে র্যালি করেন। এরপর প্রতিটি দোকানে গিয়ে ব্যায়ো ডিগ্রেডেবেল ক্যারি ব্যাগ ব্যবহার অনুরোধ করেন। বিডিও শ্রী ঘোষ বলেন, আগামীকাল বিশ্ব নারী দিবস। তার প্রাক্কালে প্লাস্টিক মুক্ত ও স্বচ্ছ পরিবেশ গড়ার আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।







