
#মালবাজার: উন্নয়নের স্বার্থে দল মতের বাইরে এসে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। উন্নয়নমূলক কাজের প্রয়োজনে আপনারা নাগরিক কনভেনশন ডাকুন। আমাকে প্রস্তাব দিন, আমি সাধ্যমত কাজ করার চেষ্টা করব”। বৃহস্পতিবার দিন সন্ধ্যায় মাঠ সংলগ্ন এলাকায় রেলের পক্ষ থেকে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে উপস্থিত ব্যবসায়ী ও নাগরিকদের উদ্দেশ্যে এই কথা বলেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত রায়।

এদিন পড়ন্ত বিকেলে সাংসদ শ্রী রায় মালবাজার শহরে আসেন রেলের জমিতে একটি কমিউনিটি সেন্টার তৈরীর জন্য জমি পরিদর্শন করতে আসেন। এদিন প্রথমেই তিনি শহরের এক নম্বর ওয়ার্ড স্থিত দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে মিলিত হন। সেখানে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছি। এছাড়াও আরো কয়েক উন্নয়নমূল কাজেই প্রস্তাব দিয়েছি।

আশা করি সেগুলো হয়ে যাবে যাত্রীদের স্বাচ্ছন্দ আসবে। এরপরই তিনি আসেন শহরের রেলমাঠ সংলগ্ন এলাকায়। সেখানে তাকে সম্বর্ধনা দেয় স্থানীয় ক্লাব সৎকার সমিতি। সেখানেই তার হাতে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন দাবি সম্মিলিত স্মারক পত্র তুলে দেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বিকল্প আর একটি কলকাতা গামী ট্রেন চালানোর দাবি রাখা হয়। এরপরেই বলেন, আপনারা সবাই মিলে একটি নাগরিক কনভেনশন ডাকুন। সেখানে সিদ্ধান্ত নিয়ে উন্নয়নমূলক কাজের প্রস্তাব দিন। আমি দলমতের বাইরে এসে সবাইকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।






