Explore

Search

April 11, 2025 12:45 am

IAS Coaching

চাবাগান ও গ্রামাঞ্চলে দিনভর দাপিয়ে বেরালো এক জখম হাতি

#মালবাজার: মাল ব্লকের পশ্চিম ডামডিম, সেনপাড়া ও বেতগুড়ি চাবাগান এলাকায় দিনভর দাপিয়ে বেড়ালো একটি জখম দাঁতাল হাতি। শনিবার ক্রান্তি ব্লকের কাঠমবাড়ি ভোর বেলায় হাতিটিকে দেখা যায়। পরে বেতগুড়ি বাগানে চলে সেখান থেকে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া হয়ে ডামডিম বাগানের দিকে এসে আটকে যায়। দিনভর চা বাগানের মাঝেই দাঁড়িয়ে থাকে হাতিটি।
উৎসুক জনতা হাতি দেখতে ভিড় জমায়। গরুমারা বন্যপ্রাণী বিভাগের সহকারী বিভাগীয় আধিকারিক রাজীব দে বলেন, হাতিটি সম্ভবত তারঘেরা জঙ্গল থেকে এদিকে এসেছে। তারঘেরায় অন্য একটি হাতির দলের সাথে লড়াই হয়েছে এই হাতিটির। সেই লড়াই আংশিক আঘাত পেয়েছে হাতিটি। পায়ে ও চোখে আঘাত রয়েছে। তবে আঘাত গুরুতর নয়। আমরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছি।
তবে সন্ধ্যা পর্যন্ত হাতিটি বাগানেই ছিল। ঘটনাস্থলে মাল মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রঞ্জনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রাখে। এডিএফও রাজীব দে র নেতৃত্বে তারঘেরা, বেলাকোবা, গরুমারা উত্তর রেঞ্জ ছাড়াও বিন্নাগুড়ি, খুনিয়া, মাল বন্যপ্রাণ স্কোয়াড সেখানে উপস্থিত ছিল।
আরো জানা গেছে, সেনপাড়া এলাকার একটি নজর মিনারের কাছাকাছি থাকার সময় স্থানীয় কিছু মানুষ হাতিটিকে বিরক্ত করেছিল।
ওদলাবাড়ির পরিবেশপ্রেমী নফসর আলী বলেন, হাতিটির চিকিৎসা করা দরকার না হলে ক্ষত বেড়ে যাবে এবং অসুস্থ হয়ে পড়বে। তবে যেভাবে মানুষ ভিড় করে বিরক্ত করছে সেটা উচিত নয়। এতে হাতি রেগে গিয়ে আক্রমণ মুখি হতে পারে।
Advertisement
Live Cricket Score
upskillninja