
#মালবাজার: মাল থানার চত্বরে জলপাইগুড়ি জেলা পুলিশ ও লায়েন্স ক্লাব অফ মাল টাউনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তে শর্করা পরীক্ষা শিবির। ট্রাফিক পুলিশ দপ্তরে দিনভর এই শিবির চলে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি লায়েন্স নেত্রালয়ের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ, লান্স ক্লাব অফ মাল টাউনের কর্মকর্তা বিশ্বনাথ পোদ্দার, ট্রাফিক ও সি দেবজিৎ বসু, সমাজসেবী আশিস মিত্র, অশোক লেপজা সহ অন্যান্যরা।

এদিন দিনভরে প্রায় ১৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। যাদের ছোটখাটো সমস্যা রয়েছে তাদের তাৎক্ষণিক ভাবে ওষুধ ও চশমা দেওয়া হয়। যাদের সমস্যা জটিল রয়েছে তাদের পরবর্তীতে শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

লায়ন্স ক্লাব অফ মাল টাউনের কর্মকর্তা বিশ্বনাথ পোদ্দার বলেন, ট্রাফিক সেফটি সপ্তাহে ট্রাফিক পুলিশের সহযোগিতায় আজ এই শিবির করা হয়েছে। এইরকম ভাবে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করি।






