Explore

Search

April 3, 2025 11:10 pm

IAS Coaching

বার্ষিক ১২লক্ষ টাকা আয়করে ছাড় দিয়ে কল্পতরু নির্মলা

#নিউজ ডেস্ক: মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তি এনে দ্রব্যমূল্য বৃদ্ধিতে হাঁসফাঁস করা দেশে নির্মল বাতাস ছড়ানোর নির্মলা সীতারামন। বার্ষিক ১২লক্ষ টাকা পর্যন্ত আয়ে করশূন্য করার প্রস্তাব এনে বাজারে নগদ টাকার জোগান বজায় রাখার সাহসী পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী।

১.নির্মলা সীতারামন শনিবার বলেন, এই বাজেট উৎপাদন বৃদ্ধি, সর্বাত্মক উন্নয়ন, বেসরকারি বিনিয়োগে জোর দেবে। তিনি বলেন, বিকশিত ভারত অর্থাৎ দারিদ্র্যশূন্য ভারত, ১০০ শতাংশ বিদ্যালয় শিক্ষা যা গুণমানে উন্নত হবে। উন্নত স্বাস্থ্যব্যবস্থা, ১০০ শতাংশ দক্ষ শ্রমিক সৃষ্টি যার দ্বারা বেকারি দূরীকরণ হবে। আর্থিক ক্ষেত্রে ৭০ শতাংশ মহিলাদের ব্যবহার। বিশ্বের খাদ্যভাণ্ডার হিসেবে দেশের কৃষকদের স্বনির্ভরতা দেওয়া।

২.এবারে বাজেটে ৬টি ক্ষেত্রকে সংস্কারের দিকে নজর দেওয়া হয়েছে। সেগুলি হল, কর সংস্কার, বিদ্যুৎ, নগরোন্নয়ন, খনি, ব্যাঙ্কিং এবং রেগুলেটরি সংস্কার। নির্মলার ঘোষণা, এমএসএমইকে ৫ কোটি টাকা থেকে ঋণের পরিমাণ বৃদ্ধি করে ১০ কোটি টাকার প্রস্তাব আনেন সীতারামন। এছাড়া ভালোভাবে চলা রফতানিকারী এমএসএমইকে ২০ কোটি টাকা পর্যন্ত ঋণের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

৩.গত ১০ বছরে ২৩টি আইআইটিতে পড়ুয়া সংখ্যা বেড়েছে ৬৫ হাজার থেকে ১ লক্ষ ৩৫ হাজার। এবার বাজেটে এআই ক্ষেত্রকে শিক্ষাক্ষেত্রে আনার জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব আনা হয়েছে। এছাড়াও ১০ হাজার অতিরিক্ত আসন আগামী বছরের জন্য দেশের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে আনা হচ্ছে। আগামী পাঁচ বছরে যা মোট ৭৫ হাজারের সংখ্যা ছোঁবে বলে জানান সীতারামন।

৪.সীতারামন বলেন, দিনমজুরিদের জন্য সরকার পরিচয়পত্র ও ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করবে। তাঁদের স্বাস্থ্য সুবিধা দেওয়া হবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়। এর ফলে প্রায় ১ কোটি কর্মী উপকৃত হবেন।

৫.কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উপর জোর দেন। বিমা ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জায়গায় সরকার ১০০ শতাংশ এফডিআইয়ের প্রস্তাব এনেছে।

৬.সীতারামন ঘোষণা করেন, আগামী সপ্তাহেই সংসদে একটি নতুন আয়কর বিল আসছে। এছাড়াও ৩৬টি জীবনদায়ী ওষুধকে বহিঃশুল্কের আওতার বাইরে আনা হচ্ছে। এছাড়া ৬টি জীবনদায়ী ওষুধকে মাত্র ৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করার প্রস্তাব এনেছেন নির্মলা।

৭.অর্থমন্ত্রী বলেন, টিসিএস এবং টিডিএসকে আগের থেকে অনেক উদারীকরণের চেষ্টা হয়েছে। প্রবীণ নাগরিকদের সুদের উপর কাটা করের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার প্রস্তাব আনেন নির্মলা সীতারামন। বাড়িভাড়া বাবদ টিডিএস ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হল।

Advertisement
Live Cricket Score
upskillninja