
#মালবাজার: সামনে ছিল ওষুধের দোকান আর সেই দোকানকে ঢাল করে ডুয়ার্স ও পাহাড় জুড়ে নেশার ওষুধের কারবারের জাল বিছিয়েছিল ওদলাবাড়ির সঞ্জীব সরকার। গতকাল তার দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে বহু টাকার নিষিদ্ধ নেশাজাত ওষুধ পাওয়া যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানের পর বহু তথ্য উঠে এসেছে। জানা গেছে সঞ্জীব ও তার সঙ্গী ডামডিম নিবাসী মোহাম্মদ রহিম মিলে ডুয়ার্স পাহাড় জুড়ে জাল বিছিয়ে ছিল নিষিদ্ধ নেশা জাত দ্রব্যের কারবারে।

আরো জানা গেছে সঞ্জীব এর আগেও একবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার পরেও লোভ কমেনি। কারবার বাড়িয়ে তুলেছিল এবং ছড়িয়ে দিয়েছিল মালবাজার ডামডিম চালসা থেকে কালিম্পং জেলার পাহাড়ি এলাকায়।
সামনে ছিল ওষুধের দোকান আর বাড়ির নিচে গোপন কক্ষে মজুদ করা থাকতো লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ নেশা জাত ওষুধ।

গত ২৮ শে নভেম্বর ডামডিম বাজার এলাকায় মোহাম্মদ রহিমের বাড়িতে হানা দিয়ে মাল থানার পুলিশ বহু টাকার এই জাতীয় নেশাজাত নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে এবং রহিমকে গ্রেপ্তার করে। এখান থেকে খবর পেয়ে উদলাবাড়িতে সঞ্জীবের দোকান ও বাড়িতে অভিযান চালানো হয়। গত কয়েক বছর ধরে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বাড়ছিল ড্রাগ অ্যাডিকশন। অল্প বয়সী যুবক যুবতী স্কুল পড়ুয়াদের মধ্যে আসক্তি বাড়ছিল। এতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল সংশ্লিষ্ট এলাকার মানুষজন।

পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাচারী সংস্থার মাধ্যমে সচেতনতা প্রচার চালানো হলেও এই কারবার বন্ধ হয়নি। মাঝেমধ্যে কিছু প্যাডলার গ্রেপ্তার হলেও মূল কারবারিদের খোঁজ অধরাই থেকে গিয়েছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এই কারবারের একজন বিরাট হোতা। ওদলাবাড়ি অনেকেই এই ঘটনা নিন্দা করেছে।
সঞ্জীব এবং রহিমের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।





