
#মালবাজার: মঙ্গলবার মেটেলি ব্লকের জুরন্তি চাবাগানের রাস্তায় যাত্রীবাহী এক বেসরকারি বাস দুর্ঘটনায় পড়ুয়া সহ জখম ৪ জন। জানাগেছে, মঙ্গলবার দুপুর নাগাদ জলপাইগুড়ি থেকে মেটেলি বাজার হয়ে এক যাত্রীবাহী বাস কালিম্পং জেলা লাগোয়া ইঙ্গু চাবাগানের দিকে যাচ্ছিল পথে জুরন্তি চা বাগানের আপ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিকে গড়িয়ে আসে এবং পাশের নয়নঞ্জলিতে পড়ে যায়।

এই ঘটনায় বাসে থাকা স্কুল পড়ুয়া সহ চার যাত্রী জখম হয়।জুরন্তি চা বাগানের অ্যাম্বুলেন্স দ্রুত তিনজনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে আসে। জখমদের মধ্যে ঋত্তিকা রবিদাস(১৮) মহিমা রবিদাস (১৮) ইঙ্গু চা বাগানের বাসিন্দা তারা স্কুল ছাত্রী।

সুশীলা রাই(৫৪) জুরন্তি চাবাগানের আইসিডিএস কর্মী। তারা মাল হাসপাতালে চিকিৎসাধীন। চতুর্থ জনের আঘাত কম থাকায় ছেড়ে দেওয়া হয়। মেটালি থানার আইসি মীমাং লেপচা জানান, বাসে ১২ জন যাত্রী ছিল চারজন জখম হয়েছে।






