#নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মতো মনমোহন সিং প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে। জানা গেছে , তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এরপরই আসে এই দুঃসংবাদ। বর্ষীয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর দেশের একের পর এক অধ্যায়কে সামনে নিয়ে আসে।
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ রাজ্যসভার সদস্যপদের বড় ভূমিকা রয়েছে। তথ্য বলছে, ১৯৯১ সালে তিনি রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন।২০০৪ সালের ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।