Explore

Search

April 10, 2025 10:32 pm

IAS Coaching

বিজয় দিবসে এক মুক্তি যোদ্ধাকে সন্মান জানাল স্বেচ্ছাসেবী সংস্থা

#মালবাজার: সোমবার ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস। এই উপলক্ষে এক মুক্তিযোদ্ধাকে সন্মান ও সংবর্ধনা প্রদান করলো মালবাজার শহরের স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশন। সোমবার মেটেলী ব্লকের চালসায় নিজের বাসভবনে সম্বর্ধনা দেওয়া হয় সোমনাথ চৌধুরী কে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোমনাথ বাবুর অবদান রয়েছে।
চিত্র সাংবাদিকের আড়ালে সমস্ত নথি, ছবি সংগ্রহ করে পাঠাতেন ভারতীয় সেনার‌ কাছে। নিজের ধর্ম গোপন রেখে দীর্ঘদিন সেবা‌ করেছেন দেশের। বর্তমানে চালসা গোলাইতে একটি চায়ের দোকান চালিয়ে সংসার পালন করেন। দেশ স্বাধীনের পর চলে আসেন এদেশে। সেই অখ্যাত প্রবীণ মানুষটিকে কুর্নিশ জানাতে উনার বাড়িতে পৌঁছান স্নেহ ফাউন্ডেশনের কর্ণধার অভিষেক সহ অন্যান্যরা।
একটি মানপত্র, শীতবস্ত্র, ফল, মিষ্টি তুলে দেওয়া হয় সোমনাথ বাবুর হাতে। এই সম্বর্ধনা পেয়ে অত্যন্ত আপ্লুত কন্ঠে সোমনাথ চৌধুরী বলেন, অতীতের সেই ত্যাগ আজ সফল হলো, যুব সমাজ এগিয়ে আসুক দেশ সেবায়। স্নেহ ফাউন্ডেশনের কর্ণধার অভিষেক ঘোষ বলেন, সোমনাথ বাবুকে এখন থেকে বাংলার জেমস বন্ড বলেই সবাই জানে উনি প্রকৃত দেশপ্রেমিক।
Advertisement
Live Cricket Score
upskillninja