
#মালবাজার: আবারও ঘিস নদীর চরে দেখা গেল সেনাবাহিনীর একটি মর্টার সেল। রবিবার সেটিকে ঘিরে ওদলাবাড়ি ঘিস বস্তি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর দপ্তর খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পর পর দুই বারে ৩টি মর্টার সেল পাওয়া গিয়েছিল ঘিস নদীর চরে।পরে সেগুলো সেনাবাহিনীর জোয়ানরা নিস্ক্রিয় করে।

কিভাবে নদীর জলে এভাবে মর্টার সেলের মতো বিস্ফোরক সামগ্রী ভেসে আসছে তা নিয়ে ওই এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে। নদীর পাসেই রয়েছে মানুষের বসতি। নদীর চরে প্রতিদিন কয়েকশ শ্রমিক বালিপাথর সংগ্রহের কাজ করে।যদি কোন ভাবে বিস্ফোরণ ঘটে তবে মারাত্মক হতে পারে বলে আশংকা রয়েছে। জানাগেছে, সেনাবাহিনীর জোয়ানরা সোমবার এসে পরীক্ষার পর সেটিকে নিস্ক্রিয় করবে।







