Explore

Search

April 3, 2025 11:06 pm

IAS Coaching

প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন

#বৃত্তান্ত ডেস্ক: বছরশেষে আবারও নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হোসেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। এক সপ্তাহ আগে সানফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হার্ট ও ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার  অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল। জাকির হুসেন ৯ মার্চ ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন।

১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণে ভূষিত হন। জাকির হুসেন তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। তাঁর বাবা উস্তাদ আল্লারাখা কুরেশিও বিখ্যাত তবলাবাদক ছিলেন। মায়ের নাম বিবি বেগম।আজই শিল্পীর পারিবারিক বন্ধু ও বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া জানিয়েছিলেন, হার্ট সংক্রান্ত সমস্যার জন্য জাকির হুসেনকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যমকে জাকির হুসেনের পরিবার জানায়, জাকিরের দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীরা যাতে প্রার্থনা করে। তারপর সোশ্যাল মিডিয়ায় জাকিরের দ্রুত আরোগ্য কামনা শুরু করেন নেটিজেনরা। কিন্তু শেষরক্ষা হল না। ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকে যাত্রা করলেন শিল্পী। রেখে গেলেন অগণিত শোকার্ত ভক্তকুলকে।

Advertisement
Live Cricket Score
upskillninja