
#মালবাজার: ক্রান্তির বিখ্যাত চেকান্দা ভান্ডারী মেলা দেখতে যাওয়ার পথে বাইক ও একটি কন্টেইনার গাড়ি মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচরে যায় বাইক। গুরুতর আহত বাইক চালক সহ তিনজন। ঘটনাটি ঘটেছে গাজলডোবা বাবা ধাম সংলগ্ন ক্যানেল রোড এলাকায়। এলাকার স্থানীয়দের সহযোগিতায় এম্বুলেন্সে ফোন করে ওদলাবাড়ি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে একটি বাইকে চেপে তিনজন সরস্বতীপুর চাবাগান এলাকা থেকে চেকান্দা ভান্ডারী মেলা অভিমুখে যাচ্ছিল। তিস্তা ক্যানেল রোডে উল্টো দিক থেকে আসা একটি পন্য বোঝাই ক্যান্টেনার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের বাড়ি সরস্বতীপুর এলাকায়। তাঁদের নাম সেবে তিরকি (২৪) দীপেশ ওরাও (৩০) নিরোজ ওরাও (২৪)।

তাদের ওলাবাড়ি হাসপাতালের নিয়ে যাওয়া হলে চিকিৎসক গুরুতর আহত থাকায় প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে। তিনজনের মধ্যে সেবে তির্কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বাকিদের চিকিৎসা চালছে। খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ।





