Explore

Search

April 10, 2025 9:44 pm

IAS Coaching

সর্প দংশন সচেতনতা দিবস পালন

#রায়গঞ্জঃ বৃহস্পতিবার বিকেলে ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশন, প: ব: বিজ্ঞান মঞ্চ ও হাতিয়া হাই স্কুলের সহযোগিতায় অনাথ শিশু কিশোরদের নিয়ে পালন করা হল সর্প দংশন সচেতনতা দিবস। এদিন রায়গঞ্জের একটি বেসরকারি উদ্যোগে পরিচালিত অনাথ আশ্রমে প্রধান ডেমোনেস্ট্রেশন দেন হাতিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক মিঠু মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি অনিরূদ্ধ সিনহা সহ একাধিক স্বেচ্ছাসেবী। 

স্বেচ্ছাসেবীরা বলেন, গত বছরের মত এই বছরও এই দিন কর্মসূচি গ্রহণ করেছে রায়গঞ্জের ডা: অশোক ব্রহ্ম ফাউন্ডেশন। আমাদের দেশে এখনো সাপে কামড়ানোর পর সর্বত্র যথাযথ পরিষেবা পায়না মানুষ। গ্রামের চিকিৎসা কেন্দ্রে সবসময় এন্টি ভেনাম ইনজেকশন থাকে না। তাছাড়াও সাধন মানুষ অনেক সময় হাসপাতালে রোগীকে না এনে ওঝা- গুনীনদের শরণাপন্ন হন। এসবের বিরুদ্ধে লাগাতার প্রচার চালাচ্ছে ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশন।

এ বছর ১৯ শে সেপ্টেম্বর রায়গঞ্জের একটি অনাথ আশ্রমের আবাসিক কিশোর ছাত্রদের দেখানো হয় একটি তথ্যচিত্র। এই তথ্যচিত্রের মাধ্যমে ছাত্রদের ধারণা দেওয়া হয় সাপে কামড়ানোর প্রতিরোধ বিষয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ।

Advertisement
Live Cricket Score
upskillninja