Explore

Search

April 10, 2025 9:55 pm

IAS Coaching

যুবতীকে অচেতন করে চাবাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

#মালবাজার: রাজ্য জুড়ে যখন আরজিকর কান্ডের জেড়ে এদিক ওদিক তোলপাড় চলছে ঠিক তখন এক যুবতীকে অচেতন করে গনধর্ষনের ঘটনা ঘটলো মাল ব্লকের বালাবাড়ি চাবাগানে। যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে মাল থানার পুলিশ ৫ যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ওই ৫ অভিযুক্তদের আদালতে তুলে রিমান্ডে আনতে চেয়েছে পুলিশ।
বছর চব্বিশের ওই যুবতীর লিখিত অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ওই যুবতী বিকাল ৩০.৩০ মিনিট নাগাদ তার বন্ধুর সাথে দেখা করতে  সাইলি হাটখোলা শ্রমিক মহল্লায় এলাকায় যায়। সেখানে বন্ধুর সাথে দেখা হয়। যুবতীর যুবক বন্ধু তাকে জানায় যে তার দুই বন্ধু যুবতীর সঙ্গে দেখা করতে আগ্রহী। তারা রানীচেরা চাবাগানের গেটের কাছে অপেক্ষা করছে। তারপর যুবতী ও তার বন্ধু রানীচেরা চাবাগানের গেটের কাছে যায় এবং দেখে দুই যুবক অপেক্ষা করছে। সেখান থেকে তারা একটি ঘরে যায়। সেখানে আরও দুই যুবক দুটি বিয়ারের বোতল নিয়ে আসে। সেখানে তারা একত্রে বিয়ার পান করে। যুবতীর অভিযোগে জানাগেছে, এরপর যুবতী অচেতন হয়ে পড়ে।
যুবতীর অভিযোগে আরও জানাগেছে ১৭ সেপ্টেম্বর ভোর ৪টা নাগাদ তার ঞ্জান ফিরে আসে এবং সে উপলব্ধি করে তার সর্বনাশ হয়েছে। তার সঙ্গে থাকা নগদ ১৮০০০ টাকা, হাতঘড়ি ও শরীরের টি সার্ট নেই। শুধু তাই নয়, যুবতী উপলব্ধি করে তাকে যৌন নির্যাতন করা হয়েছে।
পরে ধাতস্থ হয়ে ১৮ সেপ্টেম্বর রাতে ওই যুবতী মাল থানায় অভিযোগ করে। পুলিশ তার অভিযোগের ভিত্তিতে সমীর পান্না(২১), রাহুল কেরকেট্টা (২২), অনুরাজ বারাহা(২৩), সুদেশ বাঘোয়ার (১৯) ও সহীদ টুকরি(২৪) নামের ৫ যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়েছে। এনিয়ে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে গনপত জানান, অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুবতীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
Live Cricket Score
upskillninja