Explore

Search

April 10, 2025 9:44 pm

IAS Coaching

লোকাল গাড়িতে লোকাল কর্মী নিয়োগ করতে হবে এই দাবিতে মিছিল ও পথসভা

#মালবাজার: লোকাল পণ্যবাহী ট্রাক, ডাম্পার সহ অন্যান্য গাড়িতে স্থানীয় ড্রাইভার ও খালসি নিয়োগ করতে হবে। বাইরের ড্রাইভার খালাসি নিয়োগ করা চলবে না। বৃহস্পতিবার দুপুরে  মাল ব্লকের ওদলাবাড়ি এলাকার  বেসরকারি পণ্যবাহী গাড়ির চালক ও খালাসিরা এই দাবি নিয়ে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিন “অল ড্রাইভারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” নামের একটি সংগঠনের ডাকে আন্দাঝোড়া এলাকা থেকে শতাধিক চালক ও খালাসি এই দাবীতে মিছিল সংগঠিত করে।মিছিলটি জাতীয় সড়ক ধরে চেল ব্রিজ পর্যন্ত গিয়ে আবার ফিরে ওদলাবাড়ি চৌপথি এলাকায় পথসভা করে।সেখানে তারা দাবি জানান, ওদলাবাড়ি এলাকায় পাঁচ শতাধিক পন্য ট্রাক ও ডাম্পার রয়েছে। মালিক ইচ্ছে মতো লোকাল কর্মীদের ছাটাই করে বাইরের কর্মী দিয়ে গাড়ি চালায়। এতে স্থানীয় কর্মীরা সমস্যায় পড়ে। আমরা চাই লোকাল গাড়িতে লোকাল কর্মী নিয়োগ করতে হবে।
সংগঠনের পক্ষে মহ:ইদ্রিস আনসারি বলেন, স্থানীয়দের বাতিল করে বাইরের কর্মীদের দিয়ে গাড়ি চালালে স্থানীয় কর্মীরা বেকার হয়ে পড়ে। আমরা এর আগে এই দাবি নিয়ে মালিকদের লিখিত ভাবে জানিয়ে ছিলাম কিন্তু, কোন ফল হয়নি। তাই আজ প্রতিবাদ বিক্ষোভ করলাম। যদি দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
Advertisement
Live Cricket Score
upskillninja