
#ইসলামপুর: পাচারের পথে ৭ টি বালি বোঝায় ট্রাক্টর আটক করল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দলঞ্চা নদী থেকে ট্রাক্টরে করে বালি পাঁচারের সময় পুলিশ অভিযান চালালে বালি বোঝায় ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় পাঁচারকারীরা।

এই ঘটনায় ৭ টি বালি বোঝায় ট্রাক্টর আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গতঃ বেশ কিছুদিন ধরে ইসলামপুর থানার দলঞ্চা নদী থেকে অবৈধ্য ভাবে বালি তুলে ট্রাক্টরের করে পাঁচার করার অভিযোগ উঠে বালি মাফিয়াদের বিরুদ্ধে।






