Explore

Search

April 3, 2025 11:12 pm

IAS Coaching

যৌন হেনস্থার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ডিরেকটরস গিল্ড থেকে সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল

#নিউজ বৃত্তান্ত ডেস্ক: আরজিকরের ঘটনার পর থেকেই লাগাতার আন্দোলনের পাশাপাশি মহিলা নিগ্রহ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। এর মাঝেই এক টলি অভিনেত্রীর অভিযোগে সাসপেন্ড হয়ে গেলেন পরিচালক অরিন্দম শীল। তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। এই সংক্রান্ত ই-মেল ইতিমধ্যেই তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিচালকের বিরুদ্ধে অনেক দিন আগেই যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এক অভিনেত্রী।

তারপরই এই সিদ্ধান্তের কথা জানালো ডিরেক্টরস গিল্ড। কর্তৃপক্ষের তরফে পরিচালককে জানানো হয়েছে, কয়েক দিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু প্রমাণও তাঁরা পেয়েছেন। তাই যতদিন না পর্যন্ত এই অভিযোগ ভুল প্রমাণিত হচ্ছে, ততদিন তাঁকে সাসপেন্ড থাকতে হবে। এই সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন খোদ পরিচালক শীল।

তাঁর বক্তব্য, ”আমাকে বলা হয়েছে শ্যুট বোঝাতে গিয়ে আমি হেনস্থা করেছি। ডিওপি থেকে শুরু করে ফ্লোরে সবাই ছিল। শুক্রবার মহিলা কমিশনে আমি সবটা বলেছি। এটাও জানিয়েছি, আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি কেউ আঘাত পেয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী। গিল্ড আমার কথা শোনার কোনও প্রয়োজন মনে করেনি। একতরফা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আরজি কর কাণ্ডের মাঝেই অরিন্দম শীলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল।

তাঁকে তলব করেছিল মহিলা কমিশন। এর আগে কলকাতা চলচ্চিত্র উত্‍সব কমিটি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল বলেও সূত্রের খবর। এই নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর কথায়, ”আঙুল তুলে, গলা তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই।”

Advertisement
Live Cricket Score
upskillninja