#রায়গঞ্জ: মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘণ্টার বাংলা বনধ্ ডাকে বিজেপি। সারা রাজ্যের সাথে পালিত এই বনধ্এ মিশ্র প্রভাব দেখা গেল রায়গঞ্জে । সকাল থেকেই বন্ধের সমর্থনে রাস্তায় নামেন বিজেপি নেতাকর্মীরা। অন্যদিকে জনজীবন স্বাভাবিক রাখতে মাঠে নামে পুলিশও। যার ফলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়।
আহত হন সমর্থনকারীদের অনেকেই। শহরের দোকানপাট বেশিরভাগই ছিল বন্ধ। রাজ্য সরকারের তরফে সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কাজেই কর্ণজোড়া সহ বিভিন্ন সরকারি দপ্তর গুলি ছিল স্বাভাবিক। স্কুলগুলি খোলা থাকলেও পড়বার সংখ্যা ছিল একেবারেই কম।
বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, বনধ্কে সর্বাত্মক বলে দাবি করেন। তিনি জানান জেলা জুড়ে প্রায় পঞ্চাশের অধিক বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র তথা রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এই বনধ্ মানুষকে বিপদে ফেলার উদ্দেশ্যেই ডাকা হয়েছে। এই বন্ধের বিরুদ্ধে মানুষ সময় মতোই জবাব দেবে।