Explore

Search

April 3, 2025 11:03 pm

IAS Coaching

আর কবে’ শীর্ষক প্রতিবাদের গান বাঁধলেন অরিজিৎ

#বিনোদন ডেস্ক: গানের মাধ্যমেই প্রতিবাদ জানালেন গানের মানুষ অরিজিৎ সিং। অভয়াকে নিয়ে, সকলের মেয়ে অথবা বোন হয়ে যাওয়া তিলোত্তমাকে নিয়ে গান গাইলেন গিটার বাজিয়ে। ‘আর কবে’ প্রশ্ন তুললেন গানের মাধ্যমে। যা সাধারণ মানুষের মনের কথা। একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তাও কেন আসল দোষী আসছে না সামনে! এরই মধ্যে ভাইরাল তাঁর গাওয়া সেই গান। তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন গায়কের প্রতিবাদ।

লাইভে এসে গান গেয়ে অরিজিৎকে বলতে শোনা গেল, নেতাজি-র মতো নেতৃত্বের বড়ই অভাব বোধ করছেন তিনি। যারা সামনে থেকে সঠিক পথ দেখাবে। যাতে প্রতিবাদের ভাষা মাঝপথে কোথাও হারিয়ে না যায়। সঙ্গে স্পষ্ট করেন, সাধারণ মানুষের এই একতা মনে জোর আনছে তাঁর। মনোবল বাড়াচ্ছে। আশা জাগাচ্ছে হয়তো কিছু হবে। অরিজিৎ জিৎ মানেই ভক্তদের কাছে আবেগ বলা চলে। তাঁর গানের ভক্ত যেমন সকলে, তেমনই তাঁর প্রতিবাদ মন ছুঁয়ে নেয় সকলের। কিন্তু, আরজি কর কাণ্ডে বারবার উঠেছে নানা প্রশ্ন। কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন না শিল্পী!

অরিজিৎকে বলতে শোনা গেল, অনেকদিন ধরেই গলায় সমস্যা তাঁর। তাই সেভাবে গান গাওয়া হয়নি। তবে গানের সঙ্গে জড়িত টুকটাক কাজ করছিলেন, বাড়ির নানা দায়িত্বও তো আছে। তবে এসবের মাঝেই মাথা থেকে বের করতে পারছিলেন না ৩১ বছরের তরুণী ডাক্তারের মৃত্যু। এর আগেও বহু ঘটনা তাঁকে ভিতর দিয়ে নাড়িয়ে দিয়েছে, তবে এরকমটা আগে কখনো হয়নি, সেটাও স্পষ্ট করেন লাইভে এসে। বল্রন,
‘এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে…. আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে।

আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি, তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা। তার ওপর এটা। খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না। আমি অপরাগ। আমি নামলে সেলফি তোলার ভিড় বেশি হবে। লাইভ শো-তেও তাই দেখেছি।’

Advertisement
Live Cricket Score
upskillninja