#মালবাজার: আবারও ডুয়ার্সের জলঢাকা নদীতে স্নান করতে নেমে ভেসে গেল এক যুবক। প্রশাসনের পক্ষ থেকে সব রকম ভাবে তল্লাশি শুরু হয়েছে। যুবকের নাম বুবাই বাক্সলা (২৭)। বাড়ি নাগরাকাটা ব্লকের পানিট্যাংকি এলাকায়।
জানাগেছে ,বুধবার ছিল বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধের দিন। সকাল থেকেই ডুয়ার্সের
নাগরাকাটা এলাকায় ছিল আধা বন্ধ আধা খোলা পরিবেশ। আকাশ জুড়ে ছিল সুর্যের প্রখর তাপ।

এইরকম এক পরিবেশে দুপুরে ৪ বন্ধু মিলে জলঢাকা নদীর রেল সেতু এলাকায় শরীর জুরাতে স্নান করতে যায়। খরস্রোতা জলঢাকা নদীতে ৪ বন্ধু মিলে স্নানে নামে। আচমকাই পা পিছলে বুবাই ভেসে যায়। বাকি তিনজন চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার সহ পুলিশ কর্মীরা। আসেন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার সহ অন্যান্য আধিকারিক।

পুলিশ কর্মী ও স্থানীয় লোকজন নদীর পার বরাবর খোঁজ শুরু করে। বিকাল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। বিডিও পঙ্কজ কোনার জানান, আমরা জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলকে খবর দিয়েছি। ওরা এসে যাবে ততক্ষণ আমরা খোঁজ চালিয়ে যাব। তিনি আরও বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি যে নদী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঘুরতে আসুন কিন্তু, খরস্রোতা নদীতে নামবেন না। এতে বিপদ হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত স্বাধীনতা দিবসের দিন জলঢাকা নদীতে ঘুরতে এসে বানারহাট এলাকার এক ব্যবসায়ী নিন্টু সরকার খরস্রোতা জলঢাকা নদীতে ভেসে গিয়েছিল। ৫ দিন বাদে ধূপগুড়ি ব্লকের আমগুড়ি এলাকায় তার দেহ উদ্ধার হয়। তার আগেও এই রকম ঘটনা ঘটেছে। এজন্য নদীতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




