Explore

Search

April 11, 2025 12:45 am

IAS Coaching

আরজিকর কান্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা

#ইটাহার: আরজিকর কান্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করা হল ইটাহারে। শুক্রবার বিকেলে ইটাহার ব্লক সিপিআই পার্টির যুব সংগঠন এআইওইএফ এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করে। এদিন মুখ্যমন্ত্রীদ পদত্যাগের দাবিতে ইটাহার হাটখোলা এলাকায় অবস্থিত সিপিআই পার্টির দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিল শুরু করে সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করে দলীয় নেতা কর্মীরা।

মিছিল শেষে চৌরঙ্গী এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে তারা। এদিনের কর্মসূচি থেকে যেমন পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের নারীদের সুরক্ষার দাবি জানান। তেমনি ভাবে আরজিকর কান্ডে প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিস ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন সিপিআই পার্টির যুব নেতৃত্ব ও কর্মীরা।

কর্মসূচিকে ঘিরে ইটাহার থানার বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয় চৌরঙ্গী মোড় এলাকায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পার্টির ব্লক সম্পাদক অজয় চক্রবর্তী, যুব সংগঠনের জেলা সম্পাদক আকবর আলী, যুব সংগঠনের ব্লক সম্পাদক অমল রাজভর সহ অন্যরা।

Advertisement
Live Cricket Score
upskillninja