#রায়গঞ্জ: আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালো রায়গঞ্জ করোনেশন। শুক্রবার বিকাল পাঁচটায় রায়গঞ্জ করোনেশন স্কুল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে রায়গঞ্জে রাজপথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।। মিছিলটিতে পা মেলালেন বিদ্যালয়ের বর্তমান থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা সহ শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও।
আরজিকর হাসপাতালের এই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের যথোপযুক্ত শাস্তির দাবি উঠল প্রতিবাদ মিছিল থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিচরণ সাহা প্রসঙ্গে জানান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এমনকি অভিভাবকদের এই প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রতিবাদকে পূর্ণতা দান করেছে।