#মালবাজার: শুক্রবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের গুডহোপ চা বাগানের ওল্ড সেকসনের একটি ঝোপের মধ্যে থেকে এক চিতাবাঘের শাবক উদ্ধার হয়। জানাগেছে, এদিন সকালে চাবাগানের শ্রমিকরা কাজে গেলে ঝোপের মধ্যে ওই চিতাবাঘের মৃত শাবক দেখতে পায়।

খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রান স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত শাবকটিকে উদ্ধার করে। বনকর্মীরা জানায়, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে নিজদের মারামারির ফলে শাবকটির মৃত্যু হয়েছে। ওটির শরীরের পিছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। শাবকটি স্ত্রী চিতাবাঘ ছিল।






