#মালবাজার: ডুয়ার্সের নদী গুলিতে আগামী ৭২ ঘন্টার মধ্যে হরপা বানের আশংকা রয়েছে।নদীর আশেপাশের গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তাদের সতর্ক করে মাইকে ঘোষণা করলো প্রশাসন।পাশাপাশি নদীতে নামা কিম্বা বালিপাথর সংগ্রহ করার উপর নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা করা হয়েছে। ঘোষণা হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের তিস্তা, মাল, চেল, কুমলাই, নেওরা সহ বিভিন্ন নদীর পারের মানুষ।

তিস্তা পারের পুর্ব দিকেই রয়েছে টটগাও বস্তি, শাওগাও বস্তি, কলাগাইতি বস্তি,গজালডোবা, সহ নানা গ্রামাঞ্চল।বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের কলাগাইতির পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা জানান,গত ৪অক্টোবর তিস্তার প্রবল জলচ্ছাসে টটগাও বস্তি জলমগ্ন হয়েছিল। তারপর থেকে তিস্তা ক্রমাগত পুর্ব দিকে ধেয়ে আসে। এবছর বর্ষা শুরু হতেই তিস্তা রুদ্ররূপ ধারণ করে। গ্রামে জল ঢুকতে থাকে।

এখন তো গ্রামের মধ্যে দিয়ে নদী বইছে। বেশিরভাগ বাড়িঘর তিস্তার গর্ভে তলিয়ে গেছে। মানুষজন এদিকওদিক চলে গেছে। এখন নদী ক্রমশ কলাগাইতি ও শাওগাও অভিমুখে আসছে। হরপাবান আসার কথা মাইকিং হয়েছে। সেরকম বান এলে পরিস্থিতি মারাত্মক হবে।

মালবাজার শহরের দক্ষিণে রয়েছে তেশিমলা গ্রাম পঞ্চায়েত। পুর্ব দিক দিয়ে বয়ে গেছে মাল নদী আর পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে কুমলাই নদী। সোমবার সকালে দেখা গেল হরপা বানের মাইকিং চলছে। এতেই উদ্বিগ্ন হয় অনেকে।
এইরকম ভাবে মুর্তি, নেওরা নদীর আশেপাশের মানুষ উদ্বিগ্ন। সবার একই কথা রাতে সতর্ক থাকতে হবে।




