#রায়গঞ্জ: দেখতে দেখতে পঁচাত্তর বছরে পা দিল রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। সোমবার পূজাপ্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করলো সুদর্শনপুর দুর্গোৎসব কমিটি। খুঁটি পুজোর দিনই উন্মাদনা লক্ষ করা গেল ক্লাব কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে। রীতিমত পুজো দিয়ে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো আয়োজিত হলো।
এছাড়াও বেলুন, পায়রা উড়িয়ে শান্তির বার্তা তুলে ধরেন ক্লাব কর্তপক্ষ। এবারের তাদের পুজোর থিম বারিশ ধরা মাঝে শান্তির বারি। দিকে দিকে ঘটছে প্রাকৃতিক বিপর্যয়। সেদিকে লক্ষ্য রেখেই পঁচাত্তরতম বছরে তাদের থিম আবার শান্তি ফিরে আসুক পৃথিবী তে।
বাজেট সম্পর্কে স্পষ্ট করে না বললেও মণ্ডপসজ্জা, মূর্তি সহ এবার আলোকসজ্জা তেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। রায়গঞ্জ বাইপাস হয়ে যাওয়ায় জাতীয় সড়কে ভিড় অনেক টাই কম। ফলে একদিকে যেমন পুজোর দিনগুলি তে যানজট কম হবে তেমনি পুজো দেখতে অনেকটাই সুবিধা হবে দর্শনার্থী দেরও বলে আশাবাদী উদ্যোক্তারা।