#রায়গঞ্জ: আগামী ৯ ই আগস্ট জাতীয় ব্যবসায়ী দিবস। ব্যবসায়িক নেতৃবৃন্দ হিসেবে সমাজ সংস্কারে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ এবং বিগত দিনে সেইমত বিভিন্ন সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠানকে সমর্থন করে আসছে। কিন্তু ব্যবসায়িক দিনটি সকলের কাছে অবহেলিত বলে দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।
এবারে সেই বিশেষ দিন টি পালনে উদ্যোগী হল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে সংগঠনের সভাকক্ষে সংগঠনের সভাপতি ড: শান্তনু দাসকে পাশে বসিয়ে সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানান আগামী ৯ তারিখ মোটর বাইক র্যালি সহ কিছু ব্যবসায়ী কে সংবর্ধনা দেওয়ার ও আরো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই দিনটি উজ্জাপন করার পরিকল্পনা করা হয়েছে।
তাদের কথায় সকল স্তরের ব্যবসায়ী, তাদের ব্যবসার আকার যাই হোক না কেন, মূল স্রোতে অন্তর্ভুক্ত করা উচিত এবং প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রেশন করে তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মর্যাদা দেওয়া উচিত। সেই উদ্দেশ্যে আগামী ৯ই আগস্ট সরকারি দফতর থেকে শুরু করে বেসরকারি সকল সংগঠন সহ সাধারণ মানুষ কে আহবান করেন জাতীয় ব্যবসায়ী দিবসে সামিল হতে।