#রায়গঞ্জ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে শিল্পগুরু অবনীনন্দ্র নাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জে আয়োজিত হল মাটি নিয়ে খেলা কর্মসূচি। শিশু কিশোর একাডেমী, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তিনদিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন হয় সোমবার সকালে।
আজকের প্রজন্ম মাটি নিয়ে খেলা প্রায় ভুলতে বসেছে, সেদিকে লক্ষ্য রেখেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস জানান মানুষের থেকে মাটির দূরত্ব এখন বেড়ে গেছে। সেদিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে এই কর্মসূচি টি প্রতিবছর পালন করা হয়।
এবার প্রথম উত্তর দিনাজপুর জেলায় এই কর্মসূচিটি পালন করা হচ্ছে। এমনকি প্রথিতযশা শিল্পীদের দ্বারা তিনদিন হাতে কলমে কাজ শিখবে শিশুরা। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানান সরকারি বেসরকারি মিলিয়ে বারো তেরোটি বিদ্যালয় থেকে প্রায় ৫০এর বেশি ছাত্র ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। মানসিক, বৌদ্ধিক ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে এই কর্মশালা টি সহায়ক হবে বলে আশাবাদী তিনি।