Explore

Search

April 11, 2025 12:26 am

IAS Coaching

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের স্থান নিয়ে আন্দোলনের হুমকি আদিবাসী নেতার

#মালবাজার: মেটেলি ব্লকের নেওড়া নদীর ধারে মাল পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলছে। শুক্রবার ওই এলাকায় ওই প্রকল্পের কাজ না করা এবং স্থান পরিবর্তনের দাবিতে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার জনগণ। যদিও জনগণকে সরিয়ে ওই প্রকল্পের কাজ শুরু করা হয় এবং কাজ বর্তমানে চলছে।
এবার ওই প্রকল্পের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুমকি দিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া ওরফে টাইগার। আজ শালবাড়ি মোড়ের নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠক করে তিনি ওই হুমকি দেন। এদিন তিনি জানান, যে এলাকায় ওই প্রকল্প করা হচ্ছে তার পাশেই রয়েছে আদিবাসী জনবসতি এলাকা। ওই প্রকল্প হলে সমস্যায় পড়তে পারে জনবসতি এলাকার জনগণ।
প্রিভেনশন এক্টোসিটি অ্যাক্ট অনুযায়ী আদিবাসী জনবসতি এলাকার পাশে নোংরা আবর্জনা ফেলা যায় না। বিষয়টি নিয়ে  মামলা করা হবে। পাশাপাশি বিভিন্ন আদিবাসী সংগঠনকে নিয়ে প্রয়োজনে আন্দোলনে নামারও হুমকি দেন তিনি।
এদিন তিনি মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা, তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা তথা প্রাক্তন বিধায়ক জোশেফ মুন্ডা সহ কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নানান মন্তব্য করেন। এনিয়ে জোশেফ মুন্ডা বলেন, রাজেশ লাকরা একজন মতাদর্শভ্রান্ত ধান্দাবাজ মানুষ। ডুয়ার্সের আদিবাসী সমাজের মানুষ ওর সাথে নেই।
Advertisement
Live Cricket Score
upskillninja