#মালবাজার: জঞ্জাল বর্তমান সময়ে আমাদের সমাজে এক জলন্ত সমস্যা। বিশেষ করে শহরাঞ্চলে এই মারাত্মক।রাস্তার মোরে মোরে জমে থাকে জঞ্জাল এই সমস্যা থেকে মুক্তি পেতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই আধুনিক ব্যবস্থা। জৈব ও অজৈব আবর্জনা দুটোকেই রি-সাইকেল করে পরিবেশ বান্ধব দ্রব্য সামগ্রী তৈরি করা সম্ভব। জৈব বহ্য থেকে উন্নত মানের জৈব সার তৈরি সম্ভব।

এজন্য প্রয়োজন ডাম্পিং গ্রাউন্ড কিন্তু, সেই ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে গিয়ে বার বার বাধার সম্মুখীন হচ্ছে প্রশাসন। স্থানীয় লোকজন বাধা দিচ্ছেন। ঘটনা ১) মেটেলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ধুপঝোড়া কাস্টু পাড়া এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ডাম্পিং গ্রাউন্ডের জন্য সরকারি জমি ডিমার্কেশন করতে গিয়ে গত বৃহস্পতিবার বাধার সম্মুখীন হয়। স্থানীয় লোকজন দূষণের অভিযোগ তুলে বাধা দেয়।

ঘটনা ২) শুক্রবার মাল পৌরসভার পক্ষ থেকে নেওরা নদীর পারে ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু করতে গিয়ে আবারও বাধার সামনে পড়ে মাল পৌরসভার চেয়ারম্যান সহ কর্মীরা। এটাই প্রথম নয়, এর আগেও ডাম্পিং গ্রাউন্ডের কাজ করতে গিয়ে মাল পৌর সভা বাধা পেয়ে ছিল। সরকারি জমিতে সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে বার বার বাধা আসছে কেন? এই প্রশ্ন উঠছে।

“সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট” বর্তমান সময়ে সারা দুনিয়ায় জঞ্জাল মুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এর মধ্যে দিয়ে জঞ্জাল মুক্ত বাতাবরণ যেমন তৈরি করা যায় পাশাপাশি কর্মসংস্থান হতে পারে। আমাদের দেশের বিভিন্ন এলাকায় এভাবেই জঞ্জাল মুক্ত পরিবেশ গড়ে তোলার কাজ চলছে। তবে ডুয়ার্সে কেন বাধা আসছে? তবে কি সচেতনতার অভাব? এটাই প্রশ্ন হয়ে দাড়িয়েছে।



